বাণিজ্যিক যাত্রা শুরুর প্রথম মাসে কক্সবাজার এক্সপ্রেস নামের ট্রেন পরিচালনা করে এক কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে।
কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম রাব্বানী বৃহস্পতিবার সকালে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২২ নভেম্বর কক্সবাজার এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয়। প্রথম মাসের ২৭ দিনে কক্সবাজার এক্সপ্রেসে অনলাইনে ও অফলাইনে এসি ও নন-এসির ৩০ হাজার ৬২০টি টিকিট বিক্রি হয়, যা থেকে আয় হয় এক কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা।
এ কর্মকর্তা আরও জানান, প্রতিদিন দুই লাখ মানুষ অনলাইনে টিকিটের জন্য চার্জ করেন, তবে চাহিদার তুলনায় আসন কম। তাই আগামী ১ জানুয়ারি থেকে নতুন আরও দুইটি ট্রেন সংযুক্ত করার প্রক্রিয়া চলমান।
গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেল সংযোগ উদ্বোধনের সময় ডিসেম্বর থেকে দুইটি ট্রেন চালুর নির্দেশ দেন।
কক্সবাজার এক্সপ্রেসে ২০টি কোচ রয়েছে। এতে আসন আছে এক হা
জার ৬০টি।
কোন রুটে কত ভাড়া
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এ ছাড়া এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা এবং এসি বার্থের ভাড়া (ঘুমিয়ে যাওয়ার আসন) দুই হাজার ৩৮০ টাকা।
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা। এ ছাড়া স্নিগ্ধা শ্রেণির ভাড়া ৩৮৬ টাকা, এসি সিটের ভাড়া ৪৬৬ টাকা ও এসি বার্থের ভাড়া ৬৯৬ টাকা।
thank you for information
ReplyDelete