উৎসবের মরশুম মানেই তো দেদার ছুটি। আর ছুটির এই মরশুমকে হাতছাড়া করেন না বেশিরভাগ ভারতীয়ই। তাই এই মরশুমে বিশ্বের বিভিন্ন দেশে পর্যটকদের আনাগোনা বাড়ে। ফলে একাধিক দেশই এখন ভিসা-ফ্রি ভ্রমণের সুবিধা দিচ্ছে। এর পাশাপাশি বেশ কিছু দেশ অবশ্য সুবিধাজনক ভিসা-অন-অ্যারাইভ্যালের সুবিধা প্রদান করছে।
চলতি বছর থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা ভারতীয় নাগরিকদের জন্য ভিসা-ফ্রি ভ্রমণের কথা ঘোষণা করেছে। ফলে থাইল্যান্ডে ২০২৩ সালের নভেম্বর মাস থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত ভিসা-ফ্রি ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা।
অন্যদিকে ২০২৩ সালের নভেম্বর মাস থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত শ্রীলঙ্কায় ভিসা-ফ্রি ভ্রমণ করা যাবে। আর এবার ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ফ্রি ভ্রমণের সেই তালিকায় নয়া সংযোজন হল ইরান।
এছাড়া এই মুহূর্তে ২৩টি দেশ রয়েছে, যেখানে যাওয়ার জন্য ভারতীয় পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজন হবে না। আর ৩২টি এমন দেশ আছে, যেখানে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা-অন-অ্যারাইভ্যালের সুবিধা রয়েছে।
কোন কোন দেশে ভারতীয় পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজন হবে না, রইল সেই তালিকা:
কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, ভানুয়াতু, ওমান, কাতার, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, কিটস অ্যান্ড নিভিস, ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভুটান, কাজাখস্তান, ম্যাকাও (এসএআর চিন), নেপাল, এল সালভাদর, মরিশাস, সেনেগাল, তিউনিশিয়া, মালয়েশিয়া
কোন কোন দেশে ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা-অন অ্যারাইভ্যালের সুবিধা পাবেন, রইল সেই তালিকা:
কাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মলদ্বীপ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তিমোর-লেস্তে, ইরান, জর্ডন, বলিভিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, জিবুতি, গ্যাবন, গিনি-বিসাও,
মাদাগাস্কার, মরিটানিয়া, মোজাম্বিক, রোয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তানজানিয়া, টোগো, জিম্বাবোয়ে, মার্শাল আইল্যান্ডস, পালাউ আইল্যান্ডস, মামোয়া, তুভালু, সেন্ট লুসিয়া।
ছুটির মরশুমে কোন কোন দেশে যেতে পারেন ভারতীয় নাগরিকরা?
নেপাল-ভুটান:
ভারতের এই দুই প্রতিবেশী দেশের প্রাকৃতিক দৃশ্যের শোভা সত্যিই স্বর্গীয়! আর সবথেকে ভাল বিষয় হল, ভিসা ছাড়াই এখানে ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা।
তবে এই দুই দেশেই প্রবেশের জন্য এন্ট্রি পারমিট করাতে হবে। ভুটানের ক্ষেত্রে সীমান্তে প্রবেশের সময়ই পর্যটকরা সংগ্রহ করতে পারবেন এই এন্ট্রি পারমিট।
/span>
যা প্রতিটি চেকপয়েন্টে ভেরিফিকেশনের জন্য দেখাতে হবে। আবার নেপালে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় পর্যটকদের একটি বৈধ পাসপোর্ট দেখাতে হবে। কিংবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা জারি করা ভোটার আইডেন্টিটি কার্ড দেখালেও চলবে।
Thanks for read this article.
Nice 🙂👍
ReplyDelete